সোহরাওয়ার্দী উদ্যান খাঁচার মতো, নেতাকর্মীরা নিরাপদ না

সোহরাওয়ার্দী উদ্যান খাঁচার মতো, নেতাকর্মীরা নিরাপদ না
MostPlay

নয়াপল্টনেই বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান চারদিক থেকে ঘেরা খাঁচার মতো। সেখানে নেতাকর্মীরা নিরাপদ মনে করছেন না। নয়াপল্টনকেই নিরাপদ মনে করেন। সরকার বা পুলিশের পক্ষ থেকে যা-ই বলা হোক না কেন, বিএনপির সমাবেশ নয়াপল্টনেই হবে। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাজশাহীর গণসমাবেশের বিষয়ে রিজভী বলেন, এই গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রচণ্ড রকম বাড়াবাড়ি করেছে। তিন দিন আগে থেকে নেতাকর্মীরা সমাবেশের মূল মাঠে ঢোকার চেষ্টা করলেও পুলিশ তাদের ঢুকতে দেয়নি এবং ভীষণ হয়রানি করেছে। প্রশাসন ও সরকারি দলের নির্দেশেই গণপরিবহন বন্ধ করে দেওয়ার পর গতকাল থেকে তিন চাকার পরিবহনও বন্ধ করতে বাধ্য করা হয়। পরিবহন শ্রমিকরা বলছেন, দাবি-টাবি কিছুই না, বিএনপির সমাবেশ বন্ধ করতেই গরিবের পেটে লাথি মারা।

এর মধ্যেও কিছু কিছু সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক তাদের গাড়ি বের করলে পুলিশ হয়রানি ও মারধর করেছে। রাজশাহীর সমাবেশ জনারণ্য হয়েছে জানিয়ে তিনি বলেন, এ এক বিস্ময়কর, অভূতপূর্ব দৃশ্য যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। গতকাল গোটা রাজশাহী ছিল মিছিলের নগরী। আজকে রাজশাহীর ভোর ছিল জনমানুষের কোলাহলেপূর্ণ এক অনন্য ভোর। রাজশাহীর মানুষ কতটা অতিথিপরায়ণ, তা তারা প্রমাণ করে দিয়েছে।

তিনি বলেন, এ দেশে শেখ হাসিনার মর্জিমাফিক আর কিছুই হবে না। বিরোধীদের আন্দোলনের ঝোড়ো হাওয়া তিনি আর থামাতে পারবেন না। নতুন নতুন প্রহসন ও নাটক করে শেষ রক্ষা হবে না। বিএনপির এই নেতা বলেন, অর্থনৈতিক ধাক্কা ও দুঃশাসনের কশাঘাতে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে গেছে। সরকারবিরোধী হাওয়া প্রবল আকার নিচ্ছে। তাই ছলে-বলে-কৌশলে ক্ষমতা ধরে রাখতে দেশজুড়ে পুলিশ, র‌্যাবকে দিয়ে তাণ্ডবলীলা চালাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কো-অপারেটিভ ফ্যাসিজমরূপে আত্মপ্রকাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password