অধিনায়ক মরগ্যানকে নিয়ে প্রশ্ন তুললেন কলকাতার স্পিনার কুলদীপ যাদব

অধিনায়ক মরগ্যানকে নিয়ে প্রশ্ন তুললেন কলকাতার স্পিনার কুলদীপ যাদব
MostPlay

স্পোর্টস ডেস্ক : সময়টা মোটেও ভাল যাচ্ছে না ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের। এক সময় সংক্ষিপ্ত সংস্করণ ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত হয়ে উঠা কুলদীপ জায়গা হারিয়েছেন দল থেকে৷ নিয়মিত অনেক ক্রিকেটারকে ছাড়াই শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলে জায়গা করে নিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি এই স্পিনার৷ এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সুযোগ পাচ্ছেন না নিয়মিত। এই মাসের শেষদিকে শুরু হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় অংশে আদৌ দ্বিতীয় পর্বে সুযোগ পাবেন কি না সেটা নিয়েও আছে সন্দেহ।

দ্বিতীয় পর্বে আগামী ২০ সেপ্টেম্বর প্রথম মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টুর্নামেন্ট যখন আবার মাঠে গড়ানোর অপেক্ষায় ঠিক তখন কলকাতার অধিনায়ক ইয়ন মরগ্যানকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন দলের অন্যতম ক্রিকেটার কুলদীপ যাদব। আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে এই চায়নাম্যান বলেন, ‘দলে অধিনায়কের দিক থেকে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের কোনো ব্যাপারই নেই।’

কুলদীপের সন্দেহ, ক্রিকেটার হিসেবে তিনি কেমন, সে সম্পর্কে মরগ্যানের আদৌ কোনও ধারণা আছে কি না। তিনি বলেন, ‘আইপিএল মানে টিম ম্যানেজমেন্ট মাত্র দুই মাসের জন্য একটা পরিকল্পনা নিয়ে আসে। এতে কাজটা আরও কঠিন হয়ে যায়। ভারতীয় দলে বাদ পড়লে সেটা জানানো হয়, সেটা নিয়ে সংশ্লিষ্ট প্লেয়ারের সঙ্গে কথা বলা হয়। কিন্তু আইপিএলে সে সব হয় না। এখানে আমাকে বাদ দেওয়া নিয়ে কেউ কোনও ব্যাখ্যা দেয়নি। আমার খুব খারাপ লেগেছে। মনে হয়েছে, আমার উপর এদের কোনও বিশ্বাস বা আস্থা নেই। হাতে অনেক প্লেয়ার থাকলে এ রকম হয়। কেকেআর দলে এখন অনেক স্পিনার। জানি না মরগ্যান আমাকে কী চোখে দেখে। বিদেশি কেউ অধিনায়ক হলে যোগাযোগের অভাবটা আরও বাড়ে। ভারতীয় কেউ অধিনায়ক হলে সরাসরি তাকে গিয়ে জিজ্ঞেস করা যায়, কেন বাদ দেওয়া হয়েছে। যেমন রোহিত শর্মা যদি অধিনায়ক হয়, ওকে অনায়াসে প্রশ্ন করা যায়; কিন্তু এখানে এটা হয় না।’

তিনি আরও বলেন, 'যদি কোচ বা অধিনায়কের সঙ্গে অনেক দিন ধরে কাজ করার সুযোগ পাওয়া যায়, তাহলে সুবিধে হয়। তারাও আমাদের বুঝতে পারে; কিন্তু যদি কোনো যোগাযোগ না থাকে, তাহলে ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়। মাঝে মাঝে তো বোঝাই যায় না, দল আমার থেকে কী চাইছে, আমি আদৌ খেলার সুযোগ পাব কিনা।’

মন্তব্যসমূহ (০)


Lost Password