ফুটবলের রাজা পেলেকে ছাড়িয়ে গেলেন ভারতের সুনীল ছেত্রী

ফুটবলের রাজা পেলেকে ছাড়িয়ে গেলেন ভারতের সুনীল ছেত্রী
MostPlay

স্পোর্টস ডেস্ক : দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে গোল করা অনেক সম্মানজনক ব্যাপার। এইতো কয়েকদিন আগেই পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ের আসনে বসেছে। বর্তমানে তার ক্যারিয়ারে আন্তর্জাতিক গোলসংখ্যা ১১৫টি। এছাড়া কয়েকদিন আগেই আন্তর্জাতিক গোলের দিক দিয়ে আর্জেন্টিনার লিওনেল মেসি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের কিংবদন্তী পেলেকে। এবার পেলেকে ছাড়িয়ে গেলেন ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রী।

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন সর্বকালের সেরা ফুটবলার পেলে। মালদ্বিপের বিপক্ষে জোড়া গোল করার মাধ্যেম দেশের জার্সিতে তার গোলসংখ্যা এখন ৭৯টি। তার জোড়া গোলের উপর ভর করেই মালদ্বিপকে ৩-১ গোলের ব্যাবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

পেলে ও ছেত্রীর প্রতিপক্ষের গুণমানে আকাশ-পাতাল তফাৎ থাকলেও ৩৭ বছর বয়সী ভারতীয় ফরোয়ার্ডের জন্য এই কীর্তি অবশ্যই গর্বের। সক্রিয় ফুটবলারদের মধ্যে ছেত্রী এখন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তার ওপরে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। আর একটি গোল করলে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে (৮০) ছোঁবেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১৮২ ম্যাচে ১১৫ গোল নিয়ে সবার ওপরে ক্রিস্টিয়ান। দীর্ঘদিন ধরে তালিকার শীর্ষে থাকা ইরানের আলী দায়ীকে গত মাসে পেছনে ফেলে এই রেকর্ড গড়েন রোনালদো।

মন্তব্যসমূহ (০)


Lost Password