করোনায় পিছিয়ে গেল ভারতের নিউজিল্যান্ড সফর

করোনায় পিছিয়ে গেল ভারতের নিউজিল্যান্ড সফর
MostPlay

সম্প্রতি করোনার কারণে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি স্থগিত হয়ে গেছে ভারতিয় ক্রিকেট দলের। সেই রেশ কাটতে না কাটতেই এবার করোনার কারণে ভারতিয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর স্থগিত হয়ে গেল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফরসূচি অনুযায়ী ২০২২ সালের মার্চে ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরে যাওয়া কথা ছিল। তবে সে সফর স্থগিত করা হয়েছে। মূলত আইসিসি সুপার লিগের অংশ হয়ে থাকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। যদিও এখনও কোনো আনষ্ঠানিক ঘোষণা আসেনি।

নিউজিল্যান্ড ক্রিকেটের একটি সূত্র জানায়, এর আগেও ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ কথা ছিলো। করোনাভাইরাসের কারণে সেগুলো আগেই স্থগিত হয়ে গেছে। তাই স্থগিত হওয়া সিরিজগুলো আগে শেষ করতে হবে। এছাড়া ক্রিকেটারদের টানা ক্রিকেট খেলার বিষয়টিও আমলে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহি ডেভিড হোয়াইট বলেছিলেন, আমাদের ক্রিকেটারদের কথাটাও ভাবতে হবে। তারা দীর্ঘ সূচি শেষে বাড়ি ফিরবে। বাড়িতে থাকার জন্যও তাদেরকে কিছুটা সময়ও দিতে হবে। ভারতের বিপক্ষে সিরিজটি স্থগিত হয়ে গেলেও আগামী গ্রীষ্মে ঠাঁসা সূচি রয়েছে নিউজিল্যান্ড দলের। এ সময় নিউজিল্যান্ড সফরে যাবে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ।

এছাড়াও নিউজিল্যান্ডের মাটিতে ২০২২ সালের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি রয়েছে। তাই দ্বিপাক্ষীক সিরিজের সঙ্গে তাল মিলিয়ে নারী বিশ্বকাপও শেষ করতে হবে। যে কারণে পরের বছর পর্যন্ত স্থগিত হয়ে গেল কোহলি-রোহিতদের নিউজিল্যান্ড সফর। তবে আগামী বছরের শেষ দিকে যেকোনো সময় সিরিজটি আয়োজিত হবে বলেও ধারণা করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password