যশোরে বিদেশী পিস্তল, গুলিসহ দুই সন্ত্রাসী আটক

যশোরে বিদেশী পিস্তল, গুলিসহ দুই সন্ত্রাসী আটক

 সদর উপজেলার রুপদিয়া বাজার থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে রুপদিয়া বাজারের একটি খাবার হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত হলেন-কোতয়ালী মডেল থানাধীন সিটি কলেজ পাড়া গ্রামের মৃত- খন্দকার এ কবির এর ছেলে আব্দুল্লাহ আল মামুন রাজ (৩৬), এবং চাউলিয়া পূর্বপাড়ার মৃত- মনসুর আলী খন্দকারের ছেলে শাহীন আলম(৩১)।

যশোর কোতয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের (এসআই) তাপস কুমার মন্ডল ও (এসআই) আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে রুপদিয়া বাজারের একটি খাবার হোটেল থেকে ওই দুইজনকে আটক করেন।পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password