মৌলভীবাজারে বন বিভাগের প্রায় ৩৫ একর ভূমি উদ্ধার

মৌলভীবাজারে বন বিভাগের প্রায় ৩৫ একর ভূমি উদ্ধার
MostPlay

মৌলভীবাজারের জেলা প্রশাসনের অভিযানে দখলদারদের কবল থেকে বনবিভাগের প্রায় ৩৫ একর ভুমি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো মেহেদী হাসানের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ আনসার ব্যাটালিয়ন ও বন বিভাগের নিরাপত্তা বাহিনীর সহায়তায় সহকারী কমিশনার(ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মোস্তাফিজুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো  তানভীর রহমান অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান জানান, সদর উপজেলার লাউরাগা রিজার্ভ ফরেস্ট মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।ভূমি ও ইমারত(দখলওপুনরুদ্ধার)অধ্যাদেশ ১৯৭০ অনুযায়ী উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিভিন্ন ব্যক্তি কর্তৃক ঘরবাড়ি নির্মানসহ অবৈধ দখলে থাকা বন বিভাগের পাহাড় ও টিলা শ্রেণির প্রায় ৩৬.৩৪একর ভূমি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে।এ জমি বন বিভাগ কে দখল বুঝিয়ে দেয়া হয়।অবৈধ দখলদার প্রায় সকলেরই অন্যত্র তাদের নিজস্ব ভূমি ও দালান রয়েছে বলে তারা জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password