ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে কৃষকের ৬’শ কলাগাছ কাটা পড়লো

ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে কৃষকের ৬’শ কলাগাছ কাটা পড়লো
MostPlay

ঝিনাইদহে রাতের আধাঁরে দুর্বৃত্তদের হাতে কৃষকের ৬’শ কলাগাছ কেটে দিয়েছে। শনিবার গভীর রাতে সদর উপজেলার দামুকদিয়া গ্রামের এক মাঠে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে ক্ষতিগ্রস্থ কৃষক পার্শবর্তী করিমপুর গ্রামের বসির লস্কর জানিয়েছেন, গ্রামের মাঠের নিজের ২ বিঘা জমিতে ৬’শ কলাগাছ লাগিয়েছিলেন তিনি। কিছুদিনের মধ্যেই কলা বিক্রি শুরু করতেন বলে জানান। গতরাতে কে বা কারা তার জমির সকল কলাসহ কলাগাছ কেটে দিয়েছে।

সকালে মাঠে এসে তিনি জমির সকল কলাগাছ কাটা দেখতে পান এবং খুবি হতাশ হয়ে পড়েন। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। বসির লস্কর জানিয়েছেন, সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোজকন এ ঘটনা ঘটাতে পারে বলে আমি ধারণা করছি। আমার সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু আমার ফসলের সাথে যারা শত্রুতা করলো তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানিয়েছেন, ঘটনাটি শুনেছি।

এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হবে বলে জানান তিনি। তবে আমি মনে করি এমন কাজ যারা করে তাদের কে অতি দূত আইনের আওতায় আনতে হবে বলে জানান। মানুষের উপর রাগ এবং দলাদলির কারনে ফসলের ক্ষতি মোটেও ঠিক নই। আমরা তিব্র ভাবে নিন্দা ও দূত দসিদের কে খুজে বের করার জন্য আহবান জানাচ্ছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password