নওগাঁ পত্নীতলায় আত্রাই নদীর বাঁধ সংস্কার করার প্রতিবাধে কৃষকদের মানববন্ধন

নওগাঁ পত্নীতলায় আত্রাই নদীর বাঁধ সংস্কার করার প্রতিবাধে কৃষকদের মানববন্ধন
MostPlay

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় কৃষকের ফসলি জমি একোয়ার না করে আত্রাই নদীর বাঁধ সংস্কার করার প্রতিবাধে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। আজ রোববার (৯ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় আত্রাই নদীর বাঁধ সংলঘ্ন বড় চাঁদপুর ফুটবল মাঠে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার পাটিচোড়া থেকো পলিপাড়া পর্যন্ত ১৮ কিলোমিটার বাঁধ ৫ ফুট উচু করে সংস্কারের কাজ শুরু হয়েছে। এই সংস্কারের কাজ করতে বাঁধের আশপাশের ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় কৃষকদেরকে কিছুই জানানো হয় নি। কৃষকদের দাবী বাঁধ সংস্কারের কাজে ফসলি জমির যে মাটি কাটা হচ্ছে তা একোয়ার করার। তারা জমি একোয়ার না করে তাদের জমির মাটি কাটতে দিবেননা বলেও মানববন্ধনে ঘোষনা দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র দাস, স্থানীয় কৃষক পরিমল কুমার দাস, সসংক ভুষণ দাস, আকবর আলী, রাব্বি, জয়ন্ত্র কুমার দাস, সচিন কুমার দাস প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password