যে ৫ টি কারণে ব্যাংকের চাকরি তরুণদের পছন্দের শীর্ষে

যে ৫ টি কারণে ব্যাংকের চাকরি তরুণদের পছন্দের শীর্ষে
MostPlay

বাংলাদেশে বর্তমানে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১ টি এবং আর্থিক প্রতিষ্ঠান ৩৫ টি। এই বিশাল কর্মযজ্ঞে দেশের উল্লেখযোগ্য মানুষ কাজ করছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের জনবল প্রায় ৬০ হাজার। গত বছরও নিয়োগ করা হয়েছে প্রায় তিন হাজার কর্মকর্তাকে। ছাড়া বেসরকারি ব্যাংকগুলোতে অনেকে কাজ করছেন।

দিন দিন ব্যাংকগুলোর শাখা কার্যক্রম বাড়ছে। আর জন্য প্রয়োজন হচ্ছে বাড়তি জনবল। বেসরকারি ব্যাংকগুলোর এক হিসাব বলছে, এসব ব্যাংকে প্রতিবছর ২০ হাজারের বেশি নতুন লোক নিয়োগ হয়।এখানেই অনুমান করা যায় ব্যাংকিং ক্ষেত্রে কি পরিমাণ জব রয়েছে। বাংলাদেশে লক্ষ লক্ষ বেকারের পছন্দের শীর্ষে রয়েছে ব্যাংকিং জব। এর পিছনে বহু কারণ জড়িত। তন্মধ্যে ৫ টি প্রধান কারণ হলো:

. ব্যাংকগুলোতে খুবই দ্রুত সময়ে নিয়োগ দান কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে করে তরুনরা ভালো করে পড়েই দ্রুত বেকারত্ব থেকে বাঁচতে পারে।

. ব্যাংকগুলোতে দ্রুত প্রমোশন দেয়া হয়। এখানে চাকরিজীবীদের যোগ্যতাকে অনেক বেশি মূল্যায়ন করা হয়। তাই যোগ্যতা থাকলে খুব সহজেই ব্যাংকে আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।

. বিভিন্ন সংস্থার বৃত্তির আওতায় ব্যাংকারগণ বিদেশের নামী-দামী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশুনা প্রশিক্ষণের সুযোগ পেতে পারর।

. যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত থেকে যথাযথ পেশাগত প্রশিক্ষণ বাস্তব অভিজ্ঞতার আলোেকে গ্রাহকসেবা প্রদান, দেশি-বিদেশী বাণিজ্যের অর্থনৈতিক লেনদেনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

একটি ব্যাংকে চাকরি থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন প্রকল্প, বেসরকারি কোম্পানি এবং অন্যান্য ব্যাংকেও চাকরির সুযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত এবং বৈদেশিক ব্যাংকগুলোর অন্যান্য দেশেও শাখা আছে। ভালো কর্মদক্ষতার ওপর নির্ভর করে এসব বৈদেশিক শাখাতেও আপনি চাকরির সুযোগ পেতে পারেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password