তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গায়ে গরম চা ছুঁড়ে ঝলসে দিল

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গায়ে গরম চা ছুঁড়ে ঝলসে দিল
MostPlay

রাজশাহীর বাঘায় গরম চা ছুঁড়ে মেরে পৃথিবী হালদার নামে এক তৃতীয় শ্রেণির ছাত্রকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার পিতা মিন্টু হালদার বাদি হয়ে থানায় সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানী বাজারের চা বিক্রি করেন মিন্টু হালদার (৪৫)। স্কুলে যাওয়ার আগে তার তৃতীয় শ্রেণিতে পড়া ছেলে পৃথিবী হালদার (১০) দোকানে এসে পিতাকে সহযোগিতা করে।

গত শুক্রবার সকাল ৯টার দিকে সহযোগিতা করতে এসে চা দিতে যায় কাপড় ব্যবসায়ী ইমন হোসেনের দোকানে। এ সময় পাশের দোকানে বসে থাকা সুইট হোসেন (৩৫) ওই শিশুর কাছে চা চায়। আরেক দোকানের অর্ডার আছে বলে চা দিতে দেরি হবে বলে জানায়। সুইট হোসেন শিশুর প্রতি ক্ষিপ্ত হয়ে চায়ের কাপ কেড়ে নিয়ে ওই শিশুর কপালে ছুড়ে মারে। এতে শিশু পৃথিবী হালদারের কপাল, নাক, হাত ঝলসে যায়।

সুইট হোসেন আড়ানী পিয়াদাপাড়া গ্রামের সাদু প্রামানিকের ছেলে। ঝলসে যাওয়া শিশুকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিশু পৃথিবীর পিতা মিন্টু হালদার বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে আপোষ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সুইট হোসেন এতে রাজী হয়নি। নিরুপায় হয়ে ঘটনার তিন দিন পর থানায় এসে একটি অভিযোগ করেছি। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password