সাপাহারে কুসিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশে ইউএনও'র শিক্ষা সামগ্রী উপহার

সাপাহারে কুসিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশে ইউএনও'র শিক্ষা সামগ্রী উপহার
MostPlay

এবার নওগাঁর সাপাহারে বিভাগীয় শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত ইউএনও'র আদর্শ ভালবাসা ও আন্তরিকতা সেই সাথে শিক্ষা সামগ্রী উপহার পেল কুচিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১২ টার সময়ে উপজেলার কুশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভালোবাসায় আসক্ত করে তোলেন কোমলমতি শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। বর্তমানে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৮৮ জন, সকলের সাথে কৌশল বিনিময় ও নিজ উদ্যোগে ও অর্থায়নে ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন খাতা ও কলম বিতরণ করেন তিনি।

এর পর অভিভাবকদের সচেতনতা বাড়াতে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইষ্টিফান পালশা। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, ইন্স্ট্রক্টর উপজেলা রিসোর্স (ইউআরসি) জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি রানী সাহা সহ স্কুলের শিক্ষক ও অভিভাবকগন।

জানাযায়, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থা কে এগিয়ে নিতে উপজেলা পর্যায়ে কাজ শুরু করেছেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। ৩৩ তম বিসিএস প্রশাসনের এই কর্মকর্তা ২০২১ সালের ১২ এপ্রিল সাপাহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। কোভিড-১৯ পরবর্তী সময়ে বিদ্যালয় খোলার পর হতেই তিনি সাপাহারের প্রাথমিক শিক্ষার উপর বেশ গুরত্ব দিয়েছেন।

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখীকরণ এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধিকরণে শ্রেণী ভিত্তিক পুরষ্কার প্রদান, বিদ্যালয়কে আর্কষণীয় করে তুলতে ক্লাস রুম ও বিদ্যালয় সুসজ্জিত করণ, বাগান করা, খেলাধুলা ব্যবস্থা করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিদ্যালয় সিসিটিভির আওতায় ভুক্তকরণ, সেরা শিক্ষক সম্মাননা প্রদান, উপজেলার প্রতিটি দপ্তরের অফিসারদের তাদের নির্ধারিত কাজের বাহিরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের নির্দেশনা প্রদান সহ নানা উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। ফলে বেড়েছে উপস্থিতির হার, কমতে শুরু করেছে ঝরে পড়ার হার।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, যে সমস্ত শিক্ষার্থীর স্কুল ড্রেস নেই বা ক্রয় করার সমর্থ্য নেই সেগুলো তালিকা করে আমাকে দিবেন আমি আমার নিজ অর্থায়নে দেওয়ার চেষ্টা করিব।

মন্তব্যসমূহ (০)


Lost Password