ফ্রি ইন্টারনেট ও উপহারের মেসেজে প্রতারণার ফাঁদ

ফ্রি ইন্টারনেট ও উপহারের মেসেজে প্রতারণার ফাঁদ
MostPlay
ফোনে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার  ও উপহারের লোভ দেখিয়ে ফাঁদ পাতছে হ্যাকাররা। হ্যাকাররা ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে ফাঁদ পাতছে। প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে যে এই ধরনের বার্তা সোশ্যাল মিডিয়ায় চোখে পড়লে ফাঁদে পা দেবেন না। অনলাইন শিক্ষার জন্য বিনামূল্যে রিচার্জ প্ল্যানের পতিশ্রুতি, ২ টাকায় চার জিবি ইন্টারনেট ও উপহার জমা হয়েছে এমন বার্তা পাঠিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে হ্যাকাররা।

সম্প্রতি ভারতে হ্যাকাররা এই ধরনের ফাঁদ পাতছে। দেশটির সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিওএআই) বলেছে, ‘বিষয়টি আমাদের নজরে আনা হয়েছে যে জাল বার্তা সামাজিক প্ল্যাটফর্মে প্রতারণামূলক উদ্দেশ্য নিয়ে প্রচার করা হচ্ছে।’

টেলিকম সংস্থাটি উল্লেখ করেছে যে বার্তায় মিথ্যাভাবে দাবি করা হয়েছে সরকার ১০০ মিলিয়ন ব্যবহারকারীদের অনলাইন শিক্ষার জন্য বিনামূল্যে রিচার্জ পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে আরও বলা রয়েছে , ‘এটি মানুষকে বিনামূল্যে অফার পেতে একটি লিঙ্কে ক্লিক করতে হবে।’

টেলিকম ব্যবহারকারীদের সতর্ক করে দিয়ে এবং তাদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে তাদের ডেটা চুরি করতে পারে এমন কোনও ভুয়া লিঙ্কে ক্লিক না করার জন্য অনুরোধ করেছে।

ফোনে আসা এই ধরনের মেসেজ ব্যবহারকারীদের তাদের বন্ধু বা আত্মীয়দের কাছে ফরোয়ার্ড না করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password