সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ
MostPlay

নওগাঁর সাপাহারে ২ হাজার ৭ শত ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

১২ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টার সময় সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, কৃষি অফিসার মনিরুজ্জামান টকি,কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন্নাহার,সহকারি উদ্ভিদ আতাউর রহমান সেলিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

১ হাজার ৫ শত ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২কেজি করে হাইব্রিড ধান বীজ, ১ হাজার ১ শত ৯০ জনের মাঝে ৫কেজি রূপসি জাতের ধান বীজ ১০ ডিএপি ও ১০ কেজি এমপিও সার বিনামূল্যে বিতরণ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password