নওগাঁর নজিপুর পৌরসভা গরীব অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ

নওগাঁর নজিপুর পৌরসভা গরীব অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের গরীব অসহায় মানুষের মাঝে বিণা মূল্যে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।

আজ শুকবার (২৯ এপ্রিল) সকালে পৌরসভা পুঁইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫, ৬ এবং মাদ্রাসায় ৩ নং এর চাল বিতরণকালপ উপস্থিত ছিলেন মেয়র রেজাউল কবির চৌধুরী, প্যানেল মেয়র যুগল চন্দ্র, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ প্রমূখ।

মেয়র রেজাউল কবির চৌধুরী বলেন, জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পৌরসভার খেটে খাওয়া মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে। ৯ ওয়ার্ডে মোট ৪ হাজার ৬শ টি কার্ডের অনুকূলে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password