ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি
MostPlay

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা মো. ফজলে এলাহী উজ্জল (৪৫) নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। উপজেলার পাহাড়পুরের ইউনিয়ন ভূমি অফিসে চাঁদা দাবি করার অভিযোগে আজ মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া উজ্জল উপজেলার সিঙ্গারবিলের ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল বাসার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে ও বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাসানের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার হওয়া উজ্জল আউলিয়া বাজারে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। এ সময় সেখানকার এক কর্মকর্তার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ অবস্থায় ভূমি অফিসের লোকজন তাকে আটকে রেখে পুলিশকে খবর দেন। উজ্জল ‘মেরসানি টিভি’-এর সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password