করোনাভাইরাসে দেশে ১২ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃতদের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী। গতকাল দুই জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৭৪ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ২৮৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

মন্তব্যসমূহ (০)


Lost Password