নওগাঁ সদর হাসপাতালে শীতজণিত কারণে বেশি আক্রান্ত হচ্ছে শিশু

নওগাঁ সদর হাসপাতালে শীতজণিত কারণে বেশি আক্রান্ত হচ্ছে শিশু
MostPlay

উত্তরাঞ্চলের উপর বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে নওগাঁয় সকাল থেকে বিকাল পর্যন্ত তীব্র শীত পরেছে। আজ বুধবার সকাল থেকে হিমেল হাওয়া ও কুয়াশা থাকায় দেখা মেলেনি সূর্যের। ফলে শীতে জনজীবন স্থবরীতা দেখা দিয়েছে। এদিকে শীতে শীতজণিত কারণে বেশি আক্রান্ত হচ্ছে শিশু।

নওগাঁ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের আগমন বাড়ছে। আগত শিশুদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি। এছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিসে আক্রান্ত শিশুদের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। শিশু বিভাগের দুটি ওয়ার্ডে ১০টি শয্যার বিপরীতে গতকাল দুপুর পর্যন্ত ভর্তি ছিল ৭০ জন।

ফলে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। নওগাঁ সির্ভিল অফিস সূত্রে জানা গেছে, নওগাঁর ১১টি উপজেলার স্বাভাবিক অবস্থার চেয়ে ঠান্ডা জণিত রোগে আক্রান্ত হয়ে ১০ ভাগ বেশি রোগি ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন

মন্তব্যসমূহ (০)


Lost Password