চরফ্যাশনের দুলারহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-৩৫

চরফ্যাশনের দুলারহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-৩৫
MostPlay

ভোলার চরফ্যাসনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৫ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন,মঙ্গলবার (৩ মে) বিকাল ৫ টায় দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের মুন্সিরহাট বাজারে বর্তমান (ইউপি) চেয়ারম্যান আলমগীর হাওলাদার ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান,ঈদের দিন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। একই সময় বর্তমান চেয়ারম্যান আলমগীর হাওলাদারসহ তার গ্রুপ উপস্থিত হয়, একপর্যায়ে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ৩৫ জন আহত হয়।

সাবেক ২০ বছরের ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন অভিযোগ করেন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান আলমগীরসহ তার সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করে,তাদের হামলায় আমার ১০ জন কর্মী আহত হয় এবং তিনটি দোকান ও সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে,একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়,যা এখনো উদ্ধার হয়নি,এদিকে বর্তমান ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার জানান আমি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে লিখন গ্রুপের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করে, তাদের হামলায় আমার ২৫ জন কর্মী আহত হয়েছেন।

বিশেষ সূত্রে জানা যায় একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী বর্তমান চেয়ারম্যান আলমগীর হাওলাদারকে বাকরুদ্ধ করে ফেললে পুলিশ প্রটেকশনে তাকে বাড়ি দিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে দুলালহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আসন্ন নীলকমল ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এ দুই গ্রুপের সঙ্গে উত্তেজনা বিরাজ করছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password