বাংলাদেশ নিয়ে ভিন্ন এক লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা

বাংলাদেশ নিয়ে ভিন্ন এক লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা
MostPlay

লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশের সঙ্গে দূরত্ব হাজার হাজার মাইল হলেও ফুটবলই সেই দূরত্ব ঘুচিয়েছে। বিশেষ করে বিশ্বকাপ এলেই যেন কার্যত ব্রাজিল-আর্জেন্টিনা- দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে এদেশের মানুষ। তবে বিশ্বকাপের মাঠে না থেকেও আছে বাংলাদেশ, আর সেটা সম্পূর্ণ ভিন্ন এক অঙ্গনে। বিশ্বকাপ উপলক্ষ্যে এই দুই দলের জার্সি তৈরি করেই বাংলাদেশ ৫০০ কোটি টাকার বেশি আয় করেছে।

এর সঙ্গে আরেকটি ব্যতিক্রম খবর হলো বাংলাদেশের পণ্যবাজারের দখল নিয়ে লড়াইয়ে নেমেছে দেশ দুটি। ব্রাজিল ও আর্জেন্টিনা সয়াবিন তেল, ভুট্টা, সয়াকেক ও কাঁচা তুলার অন্যতম রপ্তানিকারক। বাংলাদেশে এই চার পণ্যের বাজার দখলে একটিতে এগিয়ে ব্রাজিল, সেটি হল কাঁচা তুলা। বাকি তিন পণ্যে আর্জেন্টিনার ধারেকাছেও নেই ব্রাজিল। বাংলাদেশের ঘরে ঘরে লাতিন এই দুই দেশের সয়াবিন তেল বিক্রি হচ্ছে দেদার, যেখানে দাপট আর্জেন্টিনার।

গত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে ৫৫ কোটি ডলারের ৩ লাখ ৯০ হাজার টন সয়াবিন তেল রপ্তানি করেছে দেশটি। বিপরীতে ব্রাজিল রপ্তানি করেছে ৩৮ কোটি ডলারের দুই লাখ ৫৭ হাজার টন সয়াবিন তেল। অবশ্য বাংলাদেশে অপরিশোধিত সয়াবিন তেলের বাজার দখলে ব্রাজিল ভিন্নপথ ধরেছে। সয়াবিন তেলের কাঁচামাল সয়াবীজ রপ্তানিতে বাংলাদেশে শীর্ষে আছে দেশটি। অন্যদিকে আর্জেন্টিনার মনোযোগ নেই এই সয়াবীজের বাজারে।

সয়াবিন তেল ছাড়া ভুট্টার বাজারেও আর্জেন্টিনার আধিপত্য। গত অর্থবছরে ১২ কোটি ৮৪ লাখ ডলারের ৩ লাখ ৯০ হাজার টন ভুট্টা রপ্তানি করেছে আর্জেন্টিনা। সেখানে ব্রাজিল রপ্তানি করেছে ২ কোটি ২০ লাখ ডলারের ৬৬ হাজার টন ভুট্টা। সয়াকেক রপ্তানিতেও ব্রাজিলের চেয়ে এগিয়ে মেসি-ম্যারাডোনার দেশ। গত অর্থবছর বাংলাদেশে ১৫ কোটি ডলারের ২ লাখ ৮১ হাজার টন সয়াকেক পাঠিয়েছে আর্জেন্টিনা।

ব্রাজিল ১০ কোটি ডলারের সয়াকেকের বাজার ধরতে পেরেছে। রপ্তানি করেছে ১ লাখ ৮৬ হাজার টন সয়াকেক। বাংলাদেশে তুলা রপ্তানিতে এগিয়ে ব্রাজিল। গত অর্থবছর ব্রাজিল প্রায় ৫২ কোটি ডলারের ২ লাখ ৪১ হাজার টন তুলা রপ্তানি করেছে বাংলাদেশে। আর্জেন্টিনা রপ্তানি করতে পেরেছে মাত্র ৩০ লাখ ডলারের ১ হাজার ২২৮ টন তুলা। আর্জেন্টিনা যেসব পণ্য রপ্তানি করে না বা বাজার দখলে নেই, সেখানে ব্রাজিলের একচেটিয়া কারবার।

তেমনি একটি পণ্য চিনি। অর্থাৎ ব্রাজিলের চিনির স্বাদ নিতে হবে আর্জেন্টাইন সমর্থকদেরও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বাজার দখলে ব্রাজিলের অবস্থান সপ্তম। আর্জেন্টিনা ১৯তম। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২১ -২২ অর্থবছরে ব্রাজিল ২৪০ কোটি ডলারের ৩৪ লাখ ৬৬ হাজার টন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশে। আর্জেন্টিনা করতে পেরেছে ৯০ কোটি ডলারের সাড়ে ১২ লাখ টন পণ্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password