বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ শুরু করলো বার্সেলোনা

বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ শুরু করলো বার্সেলোনা
MostPlay

আগের আসরে ৮-২ গোলের লজ্জা না ভুলতেই চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হারে মেসিবিহীন বার্সেলোনা। ম্যাচের প্রতিটি ধাপে মিউনিখের আধিপত্যের চাপে ছিল বার্সেলোনা। এ যেন তাদের ২০১৯-২০-এর কোয়ার্টার ফাইনালের স্মৃতির পুনরাবৃত্তি।

ম্যাচের ৩৪ মিনিটের সময় প্রথম গোলটি করেন থমাস মুলার। ডি-বক্সের বাইরে থেকে শট নেন মুলার। বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়ার গায়ে লেগে দিক পাল্টে বল চলে যায় জালে, কিছুই করার ছিলো টের স্টেগানের। এর ১৫ মিনিট আগে লেরয় সানের একটি শট, একইভাবে জালে জড়ানোর মুখে দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দিয়েছিল বার্সা গোলরক্ষক। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বায়ার্ন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আলোটা কেড়ে নেন রবার্ট লেভান্ডোভস্কি । ৫৬ মিনিটে জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নের লিড দ্বিগুণ করেন এই পোলিশ। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন লেভান্ডোভস্কি। আর তাতেই ৩-০র বড় হারের লজ্জা পায় বার্সেলোনা।

শেষ দিকে বার্সেলোনার খেলোয়াড়দের শরীরী ভাষায় ছিল যেন প্রচণ্ড ক্লান্তির ছাপ, লক্ষ্যহীন। ডাগআউটে কোচের চোখে-মুখে একইসঙ্গে হতাশা ও বিরক্তি। সামনের ব্যস্ত সূচিতে দলকে পথে ফেরাতে চটজলদি কোনো পরিকল্পনা আঁটতে হবে কুমানকে। এ হারের ফলে ১৯৯৭-৯৮ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারের স্বাদ পায় বার্সেলোনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password