রাজধানীর ধোলাই খাল এলাকায় চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ। রাজধানীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জোন-৬ এর সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে ধোলাইখাল কাজী কমিউনিটির সামনে এই সমাবেশ শুরু হয়।
বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, ভোলায় আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জুম্মার নামাজের পর থেকে ঢাকা জোন-৬ এর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে শুরু করেন।
সমাবেশে স্থানীয় সাধারণ জনগণকেও অংশ নিতে দেখা গেছে। সমাবেশে উপস্থিত হয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানসহ সিনিয়র নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন