বিএনপি-জামায়াতের যেকোনো গুজব ও অপপ্রচার ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের যেকোনো গুজব ও অপপ্রচার ঠেকাতে প্রস্তুত  আওয়ামী লীগ
MostPlay

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যেকোনো গুজব ও অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের উপকমিটির ২২তম সভায় সদস্যরা একথা ব্যক্ত করেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব, দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরের সঞ্চালনায় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজিত ১১টি উপকমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কমিটির সদস্যরা, বিএনপি-জামায়াত শাসন আমলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির বেহাল দশা, দুর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়াসহ হাওয়া ভবনের নামে প্যারালাল প্রশাসন গঠনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়ার কথা দেশের তরুণ সমাজের মাঝে তুলে ধরার কথা জানান।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, 'আগামী ১০ ডিসেম্বরকে টার্গেট করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাতে পারে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি-জামায়াতের সব অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে।

তিনি আরো বলেন, 'আগামী নির্বাচনকে সামনে দেশে রেখে নানান গুজব অপপ্রচার ছড়াতে চাইবে বিএনপি-জমায়াত। এদের যেকোনো গুজব অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা। সভায় তুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে শেষ করতে কাজ করায় সকল সদস্যদের ধন্যবাদ জানানো হয়।

আন্তর্জাতিক কনফারেন্সের সংবাদ দেশেবিদেশে ব্যাপক প্রচার করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ইতিবাচক সংবাদগুলো আরো বেশি প্রচারের আহ্বান জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password