নওগাঁর মান্দায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও নবনির্মিত হলরুম এর শুভ উদ্বোধন

নওগাঁর মান্দায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও নবনির্মিত হলরুম এর শুভ উদ্বোধন

নওগাঁ মান্দা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল-এ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল ও এলজিইডি কৃর্তৃক বাস্তবায়িত উপজেলা পরিষদের নবনির্মিত হলরুম এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার ২০ আগস্ট সাড়ে ১২ টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকে মুর‌্যাল ও উপজেলা পরিষদের নবনির্মিত হলরুম উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, ভূমি কর্মকর্তা জাকির মুন্সি ভাইন্স চেয়ারম্যান গৌতম মহন্ত, মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও কশব ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমান ও বিভিন্ন নেতাকর্মীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং স্কুল ও কলেজের বিভিন্ন শিক্ষক উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে জাতীয় শোক দিবস নিয়ে নবনির্মিত উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন প্রধান অতিথি।

মন্তব্যসমূহ (০)


Lost Password