বিশ্বকাপ বাছাইপর্বে আলাদা আলাদা ম্যাচে আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বে আলাদা আলাদা ম্যাচে আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল
MostPlay

স্পোর্টস ডেস্ক : আগামীকাল থেকে আবারও মাঠে গাড়াচ্ছে দক্ষিন আমেরিকার অঞ্চলের ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব। আগামীকাল ভোরে একই সময়ে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের। অন্যদিকে ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে।

প্যারাগুয়ের রক্ষণাত্মক কৌশলের সামনে কঠিন পরীক্ষা দিতে হয়েছে লিওনেল মেসিদের। গত কোপা আমেরিকায় ১-০ গোলে জিতলেও এর আগের চার ম্যাচে (তিন ড্র ও এক হার) প্যারাগুয়েকে হারাতেই পারেনি আলবিসেলেস্তেরা। এবার তো মেসিদের আটকাতে নিজেদের মাঠে পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামার হুমকিই দিয়ে রেখেছেন প্যারাগুয়ে কোচ এদুয়ার্দো বেরিজো।প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা স্বস্তিতেই আছে আর্ন্টিনা শিবির কারণ এই বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি তারা। ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে আছে তারা।

আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলের প্রতিপক্ষ বেশ সহজই বলা যায়। তবে জ্বরের কারণে কাসেমিরো ও হলুদকার্ডজনিত নিষেধাজ্ঞায় নেইমার থাকছেন না এই ম্যাচে। স্বস্তির বিষয় হচ্ছে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৮ ফুটবলারকে দলে পাচ্ছেন তিতে। গত সেপ্টেম্বরে তারা না থাকায় ছন্দময় ছিল না ব্রাজিল। চিলি, পেরুর বিপক্ষে জয় পেলেও কোভিড-১৯ প্রটোকলের কারণে শুরুর ৯ মিনিটেই স্থগিত হয় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি। যা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা।

লাতিন আমেরিকার বাছাইপর্বে এখন পর্যন্ত শীর্ষে আছে ব্রাজিল। প্রথম আট ম্যাচের সবগুলোতেই জেতা তিতের দলের সংগ্রহ ২৪ পয়েন্ট। ভেনিজুয়েলার পর ১০ অক্টোবর কলম্বিয়া আর ১৪ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। এই তিন ম্যাচে ৯ পয়েন্টের মধ্যে ৪ পেলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপ টিকিট। এই মাসে তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল। তাই বড় কোন ধরণের অঘটন না ঘটলে এই মাসেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলবে নেইমাররা।

মন্তব্যসমূহ (০)


Lost Password