পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক নিয়োগ

পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক নিয়োগ
MostPlay

এক পক্ষ চায় সুপ্রিম কোর্টে নিয়োগ হোক নারী বিচারকের। আরেক পক্ষ বলল দেশের সর্বোচ্চ আদালতে কোনো নারীকে দরকার নেই। পাকিস্তানের হাইকোর্টের চতুর্থ জ্যেষ্ঠ বিচারক আয়শা মালিককে নিয়ে এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আয়শা মালিককে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়োগ দিয়েছে পাকিস্তানের বিচারিক কমিশন।

এর মাধ্যমে পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রথম নারী বিচারক পেল। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আয়শা মালিকের সুপ্রিম কোর্টে কাজ করার কথা ছিল। কিন্তু ওই সময় পাকিস্তানের বিচারিক কমিশনের দ্বিধাদ্বন্দ্বের কারণে তার নিয়োগ আটকে যায়। ওই সময় আট সদস্যের বিচারিক কমিশনের চারজন আয়েশার পক্ষে যায়। আর বাকি চারজন তার বিপক্ষে যায়।

কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তানের বার অ্যাসোসিয়েশন। তারা দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়। অনেকেই কাজ না করার হুমকি দেন। তবে বার অ্যাসোসিয়েশনের এক অংশ আবার আয়েশার বিরুদ্ধেও বলে। ফলে আয়েশার বিষয়টি নিয়ে দেশটির প্রধান বিচারপতি গুলজার আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার আবার বৈঠকে বসে বিচারিক কমিশন। সেখানে আশেয়াকে সুপ্রিম কোর্টে নিয়োগের পক্ষে মত দেন পাঁচজন।

তবে চারজন তার বিপক্ষেই মত দেন। সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই আয়শাকে দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ শুভেচ্ছা জানিয়েছে। পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ সালে। কিন্তু দীর্ঘ ৭৪ বছরে কোনো নারী সুপ্রিম কোর্টের বিচারকের আসনে বসতে পারেননি।

সূত্র : ডন

মন্তব্যসমূহ (০)


Lost Password