নওগাঁর আমন চাষিরা পোকার আক্রমণ দিশেহারা

নওগাঁর আমন চাষিরা পোকার আক্রমণ দিশেহারা
MostPlay

সপ্তাহ দুয়েক পর পুরো দমে শুরু হবে আম ধান কাটার ধুম। ঘরের লক্ষী হয়ে কৃষকের গলায় উঠবে নতুন আমন ধান। কিন্তু মৌসুমের শেষ সময়ে এসে কৃষদের দিশেহারা করে দিয়েছে পোকার আক্রমণ।

মাঝরা, কারেন্ট পোকাসহ বেশ কয়েকটি রোগ নিয়ে বিপাকে পড়েছেন নওগাঁর আমন চাষিরা। একটি বা দুটি মাঠেই নয়। নওগাঁ জেলার অধিকাংশ মাঠেই এ পোকার আক্রমণ বেড়েছে। ফলে মৌসুমের শেষ সময়ে এসে কৃষকের কপালে চিন্তার ভাজ পড়েছে। এ ঘটনায় জেলার কৃষকগণ জানান, মাঝরা ও কারেন্ট পোকা ধানের নিচের অংশে কেটে দিচ্ছে। ফলে এক দিনের মধ্যেই মরে যাচ্ছে ধানের শিষ। পরিপক্ব হওয়ার আগেই পাতানে পরিণত হচ্ছে জমির অধিকাংশ ধান। আবার কিছু কিছু ধানের গোড়া পচে গিয়ে নষ্ট হচ্ছে গাছ। এমন অবস্থায় চরম হতাশায় আমাদের দিন যাচ্ছে। এ সময়ে কৃষক ধান কাটার প্রস্তুতি নেওয়ার কথা। কিন্তু তা না করে জমিতে এখন কীটনাশক ছিটানোর কাছে ব্যস্ত থাকতে হচ্ছে। প্রতিদিন জমিতে বিভিন্নরকম কীটনাশক ছিটানো হচ্ছে, কিন্তু পোকার হাত থাকে রেহাই মিলছে না।

তারা আরও জানান, এমন পরিস্থিতিতে কৃষি বিভাগের কোনো সহযোগিতা বা পরামর্শ পাচ্ছি না আমরা। ফলে কীটনাশকের দোকানদাররা যা ওষুধ দেয়, সেটাই জমিতে দেওয়া হয়। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ জানান, চলতি মৌসুমে আমন ধানে পোকার আক্রমণ শুরু থেকেই কম। যদিও শেষের দিকে কিছুটা আক্রমণ বেড়েছে। তবে বরাবরের মতই এমন পরিস্থিতিতেও ভালো ফলনের আশা করছি আমরা। চলতি মৌসুমে নওগাঁয় প্রায় ২ লাখ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password