নওগাঁর রাণীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নওগাঁর রাণীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নওগাঁর রাণীনগর উপজেলায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোহেল রানা (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার (০১ জুলাই) সকালে ওই স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুর থেকে হাঁস নিয়ে হানিফ হোসেনের ছেলে সোহেল রানার বসতবাড়ি সংলগ্ন পুকুরের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এমতাবস্থায় বাড়ি ফেরার পথে সোহেল রানা কৌশলে ওই স্কুলছাত্রীকে তার বাড়িতে ডাকে। প্রতিবেশি হওয়ায় ওই স্কুলছাত্রী সোহেলের বাড়িতে যায়। এ সময় যুবক সোহেল রানা স্কুলছাত্রীকে তার ঘরে নিয়ে গিয়ে জাপটে ধরে গেঞ্জি দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনাটি কাউকে জানালে স্কুলছাত্রীকে প্রাণনাশের হুমকি দেয় সোহেল।

স্কুল ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে কান্না করতে করতে বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়। এরপর ঘটনাটি জানতে পেরে সোহেল রানাকে আসামি করে শুক্রবার রাণীনগর থানায় মামলা দায়ের করেছি। দ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে সোহেল রানাকে আসামি করে শুক্রবার সকালে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password