সাড়ে তিন বছর পর অজিদের অধিনায়ক স্মিথ

সাড়ে তিন বছর পর অজিদের অধিনায়ক স্মিথ
MostPlay

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টেস্টে নয় উইকেটের দাপুটে জয় দিয়ে নিজেদের ঘরের মাটিতে অ্যাশেজ সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। দারুণ পারফর্ম করে দলকে এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। তবে দ্বিতীয় টেস্টের ঠিক আগ মুহূর্তে অস্ট্রেলিয়া পেল দুঃসংবাদ। সেই কামিন্সকেই এই টেস্টে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ফলে এই টেস্টে সাড়ে তিন বছর পর দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

করোনা আক্রান্ত রোগীর কাছাকাছি সংস্পর্শে যাওয়ায় এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিনস। দক্ষিণ অস্ট্রেলিয়া স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত বুধবার অ্যাডিলেইডের এক রেস্তোরাঁয় কামিন্সের সঙ্গে নিবিড় যোগাযোগ ঘটে এক ব্যক্তির। যিনি পরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়েছেন। বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানানোর পরই কামিন্সকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও সবশেষ পিসিআর টেস্টেও অজি অধিনায়ক করোনা নেগেটিভ ফলাফল পেয়েছিলেন।

কামিন্সের অনুপস্থতিতে অ্যাডিলেইডে দিবারাত্রির ম্যাচটিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করছেন স্মিথ। সবশেষ ২০১৮ সালের মার্চে অসিদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। অধিনায়কত্ব হারানোর পর এবার নাটকীয়ভাবেই সেটি পেলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এই রিপোর্ট লিখা পর্যন্ত অজিদের সংগ্রহ ১ উইকেটে ১৫ রান।

মন্তব্যসমূহ (০)


Lost Password