১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় চলবে দেশ

১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় চলবে দেশ
MostPlay

১০ ডিসেম্বরের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় দেশ চলবে, অন্য কারো কথায় নয়। শনিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

আমান উল্লাহ আমান বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, লোডশেডিং বন্ধ ও জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতে আমাদের ঘোষিত কর্মসূচিতে আমাদের পাঁচজনকে হত্যা করা হয়েছে গুলি করে। নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন। রাজপথে ফয়সালা হবে উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন, এরই মধ্যে পাঁচজন রক্ত দিয়েছেন।

মৃত্যুর পূর্বমুহূর্তে তারা বলে গেছেন আমাদের রক্তের ঋণ তখনই শোধ হবে, যখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে।' পাঁচজন কেন, যদি পাঁচ হাজারও শহীদ হতে হয়; এই দেশে শেখ হাসিনার অধীন কোনো নির্বাচন হবে না। নেতাকর্মীদের উদ্দেশে আমান বলেন, প্রস্তুতি নিন, কর্মসূচি আসছে; কাঁচপুর, টঙ্গী ব্রিজ, মাওয়া রোড, আরিচা রোড, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—সারা বাংলাদেশ বন্ধ করে দেবেন।

এ বাংলাদেশ চলবে না। আগামী ১০ ডিসেম্বরের পর বাংলাদেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায়। এর বাইরে দেশ চলবে না কারো কথায়। তিনি বলেন, প্রয়োজনে আমরা শহীদ হব, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার অধীন কোনো নির্বাচন নয়। এই সরকারের বিদায় ঘটিয়ে আমরা ঘরে ফিরব।

মন্তব্যসমূহ (০)


Lost Password