এটিএম বুথে ব্যবসায়ীকে হত্যার দায় স্বীকার করেছেন ছিনতাইকারী

এটিএম বুথে ব্যবসায়ীকে হত্যার দায় স্বীকার করেছেন ছিনতাইকারী
MostPlay

রাজধানীর উত্তরায় এটিএম বুথে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আটক ছিনতাইকারী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। শুক্রবার (১২ আগস্ট) ছিনতাইকারী সামাদকে আদালতে হাজির করলে হত্যার এ দায় স্বীকার করেন। আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ছিনতাইকারী আব্দুস সামাদ (৩৮) এর ছুরিকাঘাতে ব্যবসায়ী মো. শরিফ উল্লাহ (৪৪) নিহত হয়েছেন। তিনি উত্তরায় টাইলসের ব্যবসা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ওই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সামাদ। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

আহতকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন গাজী বলেন, গ্রেপ্তার হওয়া আব্দুস সামাদ একজন ছিনতাইকারী। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকলী এলাকার আব্দুল হামিদের ছেলে। ব্যাংকের বুথ থেকে তোলা টাকা ছিনতাইয়ের জন্য ওই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সে।

মন্তব্যসমূহ (০)


Lost Password