নওগাঁর নিয়ামতপুরে ভুটভুটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে ভুটভুটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভুটভুটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মহসিন আলী (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের টিএলবি বাজারে রবিবার রাত ৮ টার দিকে।

জানা যায় মহসিন আলী উপজেলার চন্দননগর ইউনিয়নের হরশৈল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্হানীয়রা জানান, টিএলবি বাজারের দিক থেকে আসা ভুটভুটির সাথে নিয়ামতপুর থেকে দ্রুত গতিতে আসছিলো এক মোটরসাইকেল। টিএলবি বাজারের আগে আসতেই পথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল ও ভুটভুটি। স্হানীয়রা একটি বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে মহসিন আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার কায়সার রহমান উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্হা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password