চট্টগ্রামে র্যাব অভিযান চালিয়ে ৮ লাখ টাকার চোরাই ডিজেলসহ একজনকে আটক করেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি নুরুল আবছার। বৃহস্পতিবার দুপুরে নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কৃত হলেন দক্ষিণ পতেঙ্গা এলাকার মো. নূরের ছেলে মো. তারেক।
র্যাবের সহকারী পরিচালক বলেন, অবৈধভাবে চোরাই তেল কিনে তা বিক্রির উদ্দেশ্যে মজুত করছিল একটি চক্র, এমন সংবাদে পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. তারেককে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে বসতঘরে তল্লাশি চালিয়ে ১৪৩টি জারিক্যান ও ২৫ ড্রামে থাকা ১১ হাজার ৩১০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক আট লাখ টাকা।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে চোরাই তেল সংগ্রহ করে তা অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারেক। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন