জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় ১০ বছরের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় ১০ বছরের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা
MostPlay

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন জয়পুরহাট জেলা দায়রা জজ আদালত।

আজ ১৯ ই সেপ্টেম্বর রোববার দুপুরে জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাট এর বিচারক রুস্তম আলী একমাত্র আসামীর অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন। মামলা এজাহার সুত্রে জানা যায়, পাঁচ বছর আগে ২০১৬ সালের ১০ অক্টোবর জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দীঘিপাড়া গ্রামের রমজান আলীর ছেলে রাব্বী হোসেন একই গ্রামের এক গৃহবধূকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে বাড়ির পার্শ্বে নির্জন স্থানে গিয়ে ধর্ষণ করেন। ওই ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ ঘটনার পরদিন আদালতে রাব্বী হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাট আদালতের বিচারক এই রায় দেন।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।

মন্তব্যসমূহ (০)


Lost Password