সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে ভেসে এলো বিদেশি জাহাজ

সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে ভেসে এলো বিদেশি জাহাজ
MostPlay

বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে। টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মুখে পড়ে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। পরে সেটি ছেঁড়া দ্বীপে আটকা পড়ে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে জাহাজটি ভেসে আসে।

জানা যায়, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে একাধিক সূত্র জানায়। সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কারও দেখা মেলেনি।

মোহাম্মদ আব্দুর রহমান নামে এক যুবক বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না। দ্বীপের বাসিন্দারা জানান, জাহাজটিতে অনেক কন্টেইনার এবং অন্যান্য মালামাল রয়েছে। তবে সেটি কোথা থেকে এসেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।

সেন্টমার্টিনের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, ‘সাগরে ভেসে একটি বড় জাহাজ ছেঁড়া দ্বীপে এসেছে। এ ছাড়া সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছপালা পড়ে গেছে এবং ঘরবাড়ির টিন ও চাল উড়ে গেছে। আমরা বিশেষ করে, দ্বীপের তীরে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছি।’

তিনি জানান, ভেসে আসা জাহাজটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সাগর থেকে ভেসে একটি বিদেশি জাহাজের খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password