নওগাঁর রাণীনগরে ডোবার পানিতে পড়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু

নওগাঁর রাণীনগরে ডোবার পানিতে পড়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু

নওগাঁর রাণীনগর উপজেলায় ডোবার পানিতে পড়ে রনি হোসেন (৩২) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার আবাদপুকুর বাজারের বেবিস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রনি উপজেলার সদর ইউপির খট্টেশ্বর সাহাপাড়া গ্রামের গফুরের ছেলে।

নিহতের স্ত্রী নাদিরা বেগম জানান, তার স্বামী রনি একজন পেশায় কাঠমিস্ত্রি। উপজেলার আবাদপুকুর বাজারের বেবিস্ট্যান্ড এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। সপ্তাহে প্রতি শনিবার সে বাড়িতে থেকে দোকানে কাজে যেতেন এবং বৃহস্পতিবার দিনে বাড়িতে চলে আসতেন। রনি দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন। এদিন বৃহস্পতিবার (৩০ জুন) সকালে দোকানে কাজের ফাঁকে পাশে একটি ডোবার পাড়ে রনি প্রস্রাব করতে গেলে মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যায়। এরপর দীর্ঘ সময় দোকানে ফিরে না আসায় তার সহকর্মীরা খুঁজতে গিয়ে দেখতে পায় ডোবার পানিতে পড়ে আছে রনি। এ সময় তার সহকর্মীরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password