চিপসের প্যাকেটের ভেতরে লুকিয়ে পাচারকালে ৯ হাজার ২৩৯টি ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। আজ রোববার রাত ৯টার দিকে শহরের হলিডের মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো টেকনাফ উপজেলার সাবরাং মন্ডলপাড়া এলাকার রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০)।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, চিপসের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরবরাহের ছদ্মবেশ ধরে আনা ইয়াবাবাহী ঝালমুড়ি ও চিপসের চালানটি জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বহনকারী চিপসের প্যাকেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই গণনা করে ৯ হাজার ২৩৯টি ইয়াবা জব্দ করা হয়।
কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘এই সিন্ডিকেটটি দীর্ঘদিন অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল বলে মনে হচ্ছে। এই সিন্ডিকেটের সঙ্গে আরো অনেকে জড়িত থাকতে পারে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো কারা কারা জড়িত সব তথ্য বের করার চেষ্টা করব আমরা।’
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হবে বলে জানান ডিবির ওসি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন