লক্ষ্মীপুর মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র জমা

লক্ষ্মীপুর মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র জমা
MostPlay

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পৌরসভার ১৫টি ওয়ার্ড ৯৪ জন পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অন্য মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী একেএম বদরুল আলম মাহমুদ শাম্মি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির আল মামুন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের জহির উদ্দিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনবিএন) আবদুর রহিম, স্বতন্ত্র প্রার্থী সাহেলা শারমিন। জানা গেছে, বিকেলে আওয়ামী লীগের প্রার্থী মাসুম ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সহ-সভাপতি মিজানুর রহিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর প্রমুখ।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামি ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ইভিএম এর মাধ্যমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে। ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১২ নভেম্বর প্রার্থীদেরকে প্রতিক বরাদ্দ দেওয়া হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ জন মেয়র প্রার্থী, ৯৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত নারী আসনে ২০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password