প্রশান্ত মহাসাগরে ৭.৭ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে এই ভূমিকম্প হয়।অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে পূর্বদিকে ৩৪০ মাইল দূরে অবস্থিত লর্ড হো দ্বীপে সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।
নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া, ভানুয়াতুসহ আশেপাশের আরও কয়েকটি দেশেও সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, বৃহস্পতিবার মধ্যরাতে নিউ ক্যালেডোনিয়ার পূর্ব দিকে ৪১৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্প হয়।
এই ভূমিকম্পে ছোট আকারের সুনামি সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন