ইতালিতে ফের ঘরবন্দি হচ্ছে ৭৫ শতাংশ মানুষ

ইতালিতে ফের ঘরবন্দি হচ্ছে ৭৫ শতাংশ মানুষ

ইতালিতে সোমবার থেকে তৃতীয় দফায় কঠোর লকডাউন শুরু হচ্ছে। দেশটির ১১টি বিভাগীয় অঞ্চলকে রেড জোনে অন্তর্ভুক্ত করা হচ্ছে ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির নতুন সরকারের মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত হয়। সরকারের কঠিন সিদ্ধান্তে রাজধানী রোমসহ জনবহুল ও গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর প্রায় ৭৫ শতাংশ মানুষ ঘরবন্দি হয়ে পড়বে। সরকারের এমন সিদ্ধান্তের কারণে দেশটিতে অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে গত বছরের মতো এবারও ঘরে বসে কাটাতে হবে দেশবাসীকে।

ইতালিতে করোনা শুরুর পর রাজধানী রোমসহ লাছিও অঞ্চলকে প্রথমবারের মতো রেড জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসাথে লোম্বার্দিয়া, পিয়েমন্তে, ভেনেতো, মার্কে, কাম্পানিয়া, এমিলিয়া-রোমানিয়া, পুলিয়া, ফ্রিউল্লি ভেনেচ্ছিয়া জুলিয়া এবং স্বায়ত্বশাসিত ত্রেনতিনো অঞ্চলকে রেড জোনে রাখা হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল এ অঞ্চলগুলোতে প্রায় ৭৫ শতাংশ নাগরিক বসবাস করছে যারা সোমবার থেকে গৃহবন্দি হয়ে পড়বেন। রেড জোনে থাকা সকল প্রকার বার, রেস্টুরেন্ট, সুইমিংপুল, মিউজিয়াম, জিমনেসিয়াম, স্টেডিয়াম, সেলুন ও পার্লার, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জরুরি কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এক বাসা থেকে অন্য বাসায় যাতায়াত করা যাবে না। রাতে কারফিউ ১০টা থেকে বহাল থাকবে।লাল জোনের নাগরিকরা উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে কেবল নিজ কর্মস্থলের উদ্দেশ্যে বের হতে পারবেন। চিকিৎসার জন্য হাসপাতালে কিংবা ফার্মেসিতে জরুরি প্রয়োজনে যাওয়া যাবে।

জরুরি কেনাকাটার জন্যও ঘর থেকে বের হওয়া যাবে তবে অবশ্যই সেল্ফ ডিক্লারেশন সার্টিফিকেট নিয়ে বের হতে হবে। পোশাকের দোকান, জুয়েলারি এবং জুতার দোকান খোলা রাখা যাবে।কমলা জোনের নাগরিকরা নিজ শহরে যাতায়াত করতে পারবে প্রতিদিন একবার এবং রাত ১০টার মধ্যে অবশ্যই বাসায় ফিরতে হবে। তবে জরুরি প্রয়োজনে সেল্ফ সার্টিফিকেট নিয়ে অন্য শহরেও ভ্রমণ করতে পারবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password