নোয়াখালীর হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ দিদার বাহিনীর সাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার জাগলার চর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, একই উপজেলার দিদার বাহিনীর শ্রী হরী কমল (৩৫), মো: মইন উদ্দিন (৩৮), বাবু (২১), মো: সাদ্দাম হোসেন (২৬), মাসুদ হোসেন (২১), দিদার (২৪), আকবর (২২)।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে দিদার বাহিনীর কয়েকজন সদস্য হাতিয়ার বাংলাবাজার এলাকায় দুজন জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। পরে অভিযোগ পেয়ে শনিবার বিকেলে উপজেলার জাগলারচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাত জলদস্যুকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান, চারটি দেশীয় রামদা জব্দ করে কোস্টগার্ড এবং দিদার বাহিনী থেকে মুক্তিপণের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে জেলেদের নিকট হস্তান্তর করে।
লেফটেন্যান্ট কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর জাগলা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের হাতিয়া থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন