আইন অমান্য করায় ৭৫ জনকে জরিমানা

আইন অমান্য করায় ৭৫ জনকে জরিমানা

কঠোর লকডাউনে বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানা ও বিভিন্ন আইন অমান্য করায় গত ৬ দিনে বাগেরহাটে ৭৫ জনকে ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল রাত পর্যন্ত ৬ দিনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে। এর আগে লকডাউন শুরু হলে ১৪-১৯ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানায় ১৮৯ জনকে এক লাখ ৫১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও অভিযান জোরদার করেছে। ১৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের পক্ষ থেকে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সময়ে খাওয়ার অনুপযোগী বেশকিছু পণ্য নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বাগেরহাটের জেলা প্রশাসক আ. ন. ম ফয়জুল হক বলেন, লকডাউনের শুরু থেকে মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, মাইকিংসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে। করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password