যশোরে করেনায় আজকে আবারও ৭ জনের মৃত্যু
যশোরে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবং শনাক্ত হয়েছে আরও ১৪৩ জন রোগী।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. মোঃ আরিফ আহমেদ জানিয়েছেন, হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং করোনার উপসর্গে নিয়ে ২ জন মারা গেছে।
এছাড়া যশোরে চিকিৎসাধীন রয়েছে ৯৭ জন। তাদের মধ্যে করোনার রেড জোনে ৬২ জন, ইয়েলো জোনে ১৫ জন এবং এইসিইউ ও এইচডিইউতে আছে ২০ জন করোনা ভাইরাসে সংক্রামিত রোগী। আজ যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, এখন পর্যন্ত যশোর জেলাতে জেলায় মৃতের সংখ্যা মোট ৪০১ জন।
এবং যশোরে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৭৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৯৯২ জন রোগী।
এদিকে যশোর জেলার ম্যাজিসটেড কাজি সায়েমুজ্জামান বলেন, আমরা জেলায় করোনান ভ্যাকসিন দেওয়ার কাজ অভ্যাহত আছে টিকা দেওয়ার কাজ শেষ হলে করোনার বিস্তৃতি কমে যাবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন