জান্তা সরকারের হাতে গ্রেফতারের শঙ্কায় ভারতে প্রবেশ করে দেশটির কাছে আশ্রয় চেয়েছেন মিয়ানমারের ছয় এমপি।শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির এক উপদেষ্টার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এক পুলিশ কর্মকর্তা দেশটিতে মিয়ানমারের আইনপ্রণেতাদের উপস্থিতি নিশ্চিত করে বলেছেন, গত ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে এখন পর্যন্ত মিয়ানমার থেকে আসা এক হাজার ৮০০ জনের মধ্যে তারা রয়েছেন। তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আছেন বলেও জানিয়েছেন তিনি।গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যত্থানের পর থেকে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে মিয়ানমারে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন