মা -ছেলেকে আটক করে মুক্তিপন দাবি এএসপিসহ ৪ জন আটক

মা -ছেলেকে আটক করে মুক্তিপন দাবি এএসপিসহ ৪ জন আটক
MostPlay

দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় সিআইডির এএসপিসহ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।১ আটককৃতরা হলেন—রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।

এ বিষয়ে রংপুর সিআইডির এসপি আতাউর রহমান বাংলা গনমাধ্যমকে বলেন, ‌‘তারা আমার অনুমতি না দিয়ে সেখানে (চিরিরবন্দর) অভিযানে গেছেন। একটু আগে তাদের আটকের বিষয়টি শুনেছি। তারা কেন সেখানে গেলেন, কাকে অপহরণ করলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর সিআইডির কাছে পলাশ নামের এক ব্যক্তি চিরিরবন্দর থানার লুৎফর রহমানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার প্রতারণার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৯টায় লুৎফরের বাড়িতে যান এএসপি সারোয়ার কবিরসহ তিন জন। লুৎফরকে না পেয়ে তার স্ত্রী ও ছেলেকে একটি কালো মাইক্রোবাসে উঠিয়ে সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে মুক্তিপণ দাবি করেন। তারা পরিবারের লোকজনকে ফোন করে ১৫ লাখ টাকা দাবি করেন। পরে এ ঘটনায় থানা পুলিশের কাছে যান ভুক্তভোগীর স্বজনরা।

সোমবার বিকেলে মাইক্রোবাসে করে চিরিরবন্দরের নান্দেড়াই গ্রামের লুৎফর রহমানের বাড়িতে যান অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তা।

ভুক্তভোগীদের অভিযোগ, এসময় তারা বাড়িতে ভাংচুর করে লুৎফর রহমানের স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে তুলে নিয়ে যায়। পরে জাহাঙ্গীরের ফোন থেকে ১৫ লাখ টাকা মুক্তপণ দাবি করে। পরে চিরিরবন্দর থানায় লিখিত অভিযোগ জানায় স্বজনরা। ৮ লাখ টাকা দিতে রাজি হন তারা।

মঙ্গলবার বিকেলে চারটি মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে দিনাজপুর সদরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সামনে যান। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে, কিছুদূর গিয়েই যানজটে পড়ায় ধরা পড়েন জনতার হাতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password