এক দিনে টোল আদায় ৩ কোটি ১৮ লাখ টাকা

এক দিনে টোল আদায় ৩ কোটি ১৮ লাখ টাকা
MostPlay

ঈদ আসলে বঙ্গবন্ধু সেতুতে প্রতি বছরই টোল আদায়ের রেকর্ড গড়ে।  এবছর আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে ৪২ হাজার ১৯৯টি যানবাহন। 

স্বাভাবিক অবস্থায় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি।

গতবছর ঈদকে সামনে রেখে দুইদিনে টোল আদায়ের রেকর্ড হয়েছিল পাঁচ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৬৭০ টাকা। এবছর গত ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা দুইদিনের হিসেবে এবার গত বছরের রেকর্ড বাঙ্গার আশা করছে কর্তৃপক্ষ।

সরেজমিন দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছুটা ভিন্ন চিত্র। শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি ও রসুলপুর এলাকায় স্বাভাবিক গতিতে চলেছে যানবাহন।

মন্তব্যসমূহ (০)


Lost Password