বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেল ২৪ ক্রিকেটার

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেল ২৪ ক্রিকেটার
MostPlay

গতবার প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি দুই ভাগে ভাগ করেছিল বিসিবি। এবার বাড়ানো হলো আরও একটি ধাপ। দুই নয় এবার তিন ভাগে বিভক্ত করে ক্রিকেটারদের সাথে চুক্তি করা হয়েছে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তনভাগে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে৷ তিন শ্রেণি মিলিয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন ২৪ জন ক্রিকেটার।

তিন ফরম্যাট মুলিয়ে চুক্তিতে আছেন পাঁচজন ক্রিকেটার। যে পাঁচজন ক্রিকেটার তিন ফরম্যাটেই আছেন তারা হলেন—মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে রাখা হয়নি তিন ফরম্যাটে। তামিমকে রাখা হয়েছে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রাখা হলেও রাখা হয়নি টেস্ট চুক্তিতে৷ অপরদিকে টেস্ট অধিনায়ক মমিনুল হক শুধুমাত্র টেস্ট ফরম্যাটেই জায়গা পেয়েছেন। শুধু টেস্টে ১৪ জন, ওয়ানডেতে ১২ জন ও টি-টোয়েন্টিতে আছেন ১৫ জন। আগের চুক্তি থেকে এবার বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসান। এই দুইজনের কোন ফরম্যাটেই জায়গা হয়নি। অথচ মোহাম্মদ মিঠুন গত সিরিজেও দলে ছিলেন। গত মে মাস থেকে শুরু হয়ে নতুন চুক্তির মেয়াদ থাকবে আগামী ডিসেম্বর পর্যন্ত।

যারা পেয়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে

টেস্ট : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন, আবু জায়েদ, সাদমান ইসলাম, সাইফ হাসান ও ইবাদত হোসেন।

ওয়ানডে : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন।

টি-টোয়েন্টি : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password