কেজিতে তরমুজ বিক্রি করায় ১৪ ব্যবসায়ীকে জরিমানা

কেজিতে তরমুজ বিক্রি করায় ১৪ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুরে কেজি দরে তরমুজ বিক্রি করায় ১৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

সদর উপজেলা বিভিন্ন হাট-বাজারে কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। শহরের চৌরাস্তা, পুরানবাজার, ইটেরপুল বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া সদর উপজেলার মস্তফাপুর ফলের আড়তেও অভিযান চালানো হয়। কেজিতে তরমুজ বিক্রির দায়ে ১২ ব্যবসায়ীকে ৫০০ করে ৬ হাজার টাকা ও অপর দুই ব্যবসায়ীকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কেজিতে তরমুজ বিক্রি বন্ধে হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুদ্দিন গিয়াস। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

মন্তব্যসমূহ (০)


Lost Password