শার্শায় মাদকসহ ১১ জুয়াড়ি গ্রেফতার

শার্শায় মাদকসহ ১১ জুয়াড়ি গ্রেফতার

যশোরের শার্শা থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল-গাঁজাসহ জুয়া খেলার সময় হাতেনাতে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল, ৪৭০ গ্রাম গাঁজা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়।

বুধবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- শার্শা উপজেলার দাউদখালি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ডাবলু হোসেন (৪০), দিনাজপুরের বড় হরিপুর গ্রামের (শার্শার খাজুরা রুপালী অটোরাইস মিলের শ্রমিক) রমজান আলীর ছেলে রফিক হাসান (২১), যশোরের বাঘারপাড়ার (বেনাপোলের ভবেরবেড় গ্রামের ভাড়াটিয়া) মৃত ওলিয়ার রহমানের ছেলে রাশেদুল ওরফে রাসেল (২৯), খুলনার দাকোপ উপজেলার গড়খালি পশ্চিমপাড়ার ছায়েদ ফকিরের ছেলে মামুন ফকির (২৪)।

এছাড়াও শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে জিয়াউর রহমান (৪০), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে সাহেব আলী (২১), আব্দুস সাত্তারের ছেলে মুন্তাজুল (৩০), মৃত মজিবুল হকের ছেলে মমিন (৪৫), লক্ষণপুর গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে জাকির হোসেন (৩০), একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে নাসিম উদ্দিন (২৫) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে রনি হোসেন (৩৩)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলা ও মাদক বেচাকেনার সময় ফেনসিডিল, গাঁজা ও নগদ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password