বিশ্বের অধিকাংশ দেশেই ফের ব্যাপক হারে বেড়েছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। এর ফলে বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও। তবে এই আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যেও ১০৪ বছর বয়সে দু’বার করোনা জয় করে বিস্ময়ের সৃষ্টি করেছেন কলম্বিয়ার এক নারী।
কার্মেন হার্নান্দেজ নামের ওই নারী গত জুনে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর কিছুদিন চিকিৎসা নেবার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে সম্প্রতি তার শরীরে ফের করোনাভাইরাস ধরা পড়ে। দীর্ঘ তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর দ্বিতীয়বারের মত করোনাকে জয় করেন তিনি।
এ প্রসঙ্গে তার চিকিৎসক ডা. ইয়ামিত নিও হুরতাদো বলেন, টানা ২১ দিন তিনি হাসপাতালে কাটিয়েছেন। এটি তার দ্বিতীয়বারের মত করোনা জয়। তাকে এবার চিকিৎসা দেয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে তার এই করোনা জয় আমাদেরকে আশার আলো দেখাচ্ছে।কার্মেন ১৯১৬ সালের ১৪ই জুলাই জন্মগ্রহণ করেন। কোভিড জয় করে এখন তিনি স্বাভাবিক জীবন-যাপন করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন