কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এসময় দোকান, বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে রিপন, লিয়াকত আলীর ছেলে জসিম, সামসের মন্ডলের ছেলে সাহাবুল ও সাহাবুলের ভাই গামা মন্ডলসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে মিরপুর ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে আতিয়ার রহমান ও সামসের মন্ডলের পরিবারের বিরোধ দীর্ঘদিনের। তার জের ধরে বৃহস্পতিবার রাতে আতিয়ার রহমানের দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সামসের মন্ডলের লোকজন। এসময় তারা মুদি দোকান ও দোকানের পেছনে বাড়ি ভাঙচুর করে এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের মিরপুর ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আপত্তিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password